করিমগঞ্জের দোহালিয়া চন্দ্রপুরে গ্রেফতার জঙ্গলদস্যু

পাথারকান্দি : করিমগঞ্জ জেলান্তর্গত দোহালিয়ার চন্দ্রপুরে জঙ্গলের কাঠ কেটে পাচারের মুখে ধরা পড়েছে ওয়াহিদ হুসেন নামের এক বনদস্যু। ধৃত ওয়াহাদি চন্দ্রপুর গ্রামেরই বাসিন্দা।
বহুদিন ধরে বাদশাহী ফরেস্ট রিজার্ভের বিভিন্ন স্থানে কাঠ কেটে রাতের অন্ধকারে পাচারকার্য চালাচ্ছিল এক দুষ্টচক্র।
এ ধরনের খবর প্রকাশ্যে আসলে নড়েচড়ে বসেন করিমগঞ্জের ডিএফও চিরঞ্জীব জৈন। ডিএফও-র কড়া নির্দেশে বনজ সম্পদ পাচারে জড়িতদের ধরতে ময়দানে নামেন দোহালিয়া রেঞ্জ ফরেস্ট দফতরের কর্মীরা।
গতকাল শনিবার রাতে দোহালিয়া রেঞ্জ ফরেস্ট অফিসার প্রণব কলিতার নেতৃত্বে সিআরপিএফ বাহিনী নিয়ে বন কর্মীরা চন্দ্রপুর সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে পাচারের মুখে ওয়াহিদ হুসেনকে পাকড়াও করেন। তবে তার অন্য সঙ্গীরা পালিয়ে গা ঢাকা দিয়েছে। গতরাতের অভিযানে অন্যদের সঙ্গে ছিলেন বিট অফিসার আব্দুল হাসিব লস্কর, ফরেস্টার প্রদীপ বারই, বনকর্মী দিলোয়ার হুসেন প্রমুখ।