Barak Valley

করিমগঞ্জের নাগ্রায় ৩০ কো‌টি টাকার হে‌রোইন উদ্ধার

বাজা‌রিছড়া : করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে আজ বৃহস্প‌তিবার বিকা‌লে সাদা পোশাকে অভিযানে নেমে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের তিন কেজির বেশি সন্দেহযুক্ত হেরোইন সহ দুটি বিলাসী চার চাকার গাড়ি সহ পাঁচ মাদক পাচারকারীকে গ্রেফতার করা হযে।

পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে পুলিশের এক বিশেষ দল রাঙামাটি এলাকায় ওত্‍ পেতে বসে থাকে। এক সম‌য় দু‌টি বিলাসী চার চাকার গাড়ি মেদলিছড়া হয়ে লোয়াইরপোয়া অভিমু‌খে আসার প‌থে গাড়ি দুটি থামিয়ে তল্লাশি ক‌রে পু‌লিশ। তালাশি চালিয়ে দুটি গাড়ি থে‌কে ২৫০টি সাবানের বাক্সে উদ্ধার হয় প্রায় তিন কেজির বেশি ড্রাগস।

মাদক পাচারের সঙ্গে জ‌ড়িত অভিযোগে ত্রিপুরার দুজন যথাক্রমে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের প্রয়াত চন্দ্রধর সরকারের ছেলে নিতাই সরকার (ব‌ত্রিশ) ও একই এলাকার তারাচন্দ্র সরকারের ছেলে নিটু সরকারকে আটক করা হয়। পাশাপা‌শি অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানা এলাকার তিনজন যথাক্রমে দক্ষিণ কেউটি গ্রামের সাব্বির আহমেদের ছেলে তালাব হোসেন (বাইশ), কেউটি গ্রামের প্রয়াত সমসুল হকের ছেলে খালিদ হোসেন (বাইশ) ও আসলকান্দি এলাকার আব্দুল রৌফের ছেলে তাহির আহমেদকে আটক করে পু‌লিশ।

ধৃত‌দের বাজা‌রিছড়া থানায় জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় গ্রেফতার কর‌ছে পু‌লিশ।

উল্লেখ্য, অসম-মিজোরামকে ক‌রি‌ডোর ক‌রে দীর্ঘদিন ধ‌রে করিমগঞ্জ জেলার লোয়াইর‌পোয়া-কানমুন পুর্ত সড়ক‌কে ব্যবহার কর‌ছে ড্রাগস কারবারিরা। ত‌বে পু‌লিশ স‌ক্রিয় থাকায় বার বার বেগ পা‌চ্ছে পাচারকা‌রীরা।

Show More

Related Articles

Back to top button