Barak Valley

করিমগঞ্জের পাথারকান্দিতে বিধায়ক কৃষ্ণেন্দুর হাত ধরে পাঁচ হাজা‌রের বেশি সংখ‌্যালঘুর যোগদান বি‌জে‌পিতে

পাথারকান্দি : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার চাঁদখিরায় বি‌জে‌পির যোগদান সভায় বিধায়ক কৃষ্ণেন্দু পালের হাত ধরে দ‌লে ভিড়েছেন পাঁচ হাজা‌রের বেশি সংখ্যালঘু সম্প্রদা‌য়ের পুরুষ-মহিলা। তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীকে দে‌শের প্রধানমন্ত্রীর আসনে বসানোর সংকল্প নিয়ে আজ সংখ্যালঘু মুসলিম সম্প্রদা‌য়ের মানুষ বিজেপিতে যোগদান করেছেন।

আজ শুক্রবার পাথারকান্দি বি‌জে‌পি ব্লক মণ্ডলের ব্যবস্থাপনায় কলকলিঘাট গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর চাঁদখিরায় এক যোগদান সভা অনু‌ষ্ঠিত হয়। এতে পাঁচ হাজারের বেশি সংখ্যালঘু সম্প্রদা‌য়ের মানুষ বি‌জে‌পি সরকা‌রের কা‌জে খু‌শি হ‌য়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সভায় নবাগতদের দলীয় টুপি ও উত্তরীয় পরিয়ে বরণ করেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। উপ‌স্থিত ছি‌লেন বি‌জে‌পির বি‌ভিন্ন পদা‌ধিকা‌রীগণ।

যোগদান সভায় নবাগতদের মধ্যে প্রমুখ ব্যক্তিগণ নিজ নিজ প্রতি‌ক্রিয়া ব্যক্ত করে ব‌লেন, কংগ্রেস এবং এআইইউডিএফ, একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তাঁরা বিগত দিনে সংখ্যালঘুদের শুধু ভোট ব্যাংক হিসে‌বে ব্যবহার ক‌রে নি‌জে‌দের স্বার্থসিদ্ধি ক‌রে‌ছেন। ‌কিন্তু বি‌জে‌পি ক্ষমতাসীন হওয়ার পর থে‌কে দেশজু‌ড়ে সব-কা সাথ সব-কা বিকা‌শের জয়যাত্রা এগিয়ে চল‌ছে।

সভায় বিধায়ক কৃষ্ণেন্দু পাল বক্তব্য রাখতে গিয়ে বি‌জে‌পি সরকা‌রের জয়গান ক‌রে বলেন, আজ যে পাঁচ হা‌জা‌রের অধিক সংখ্যালঘু সম্প্রদা‌য়ের পুরুষ-মহিলা বিজেপিতে যোগদান করেছেন, তাঁদেরকে আমরা মোদী পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করেছি। তাঁদেরকে স‌ঙ্গে নি‌য়ে নির্বাচ‌নে ল‌ড়ে মো‌দীজিকে ফের দি‌ল্লির মসন‌দে প্রতি‌ষ্ঠিত কর‌তে হ‌বে। তাই এবা‌রের ভো‌টে সাত নম্বর করিমগঞ্জ লোকসভা আস‌নে বিজয়ী কর‌তে হ‌বে বিজেপি-প্রার্থী কৃপানাথ মালা‌কে।

‌বিধায়‌কের বক্তব্য, অন্য দল‌কে ভোটদান ক‌রে কোনও লাভ নেই। কেননা অন্য দ‌লের নেতারা শেষ পর্যন্ত বি‌জে‌পি‌র কা‌জে খু‌শি হ‌য়ে সংশ্লিষ্ট দল ত্য়াগ ক‌রে বি‌জে‌পি‌তে মি‌শে যে‌তে বাধ্য হন।

Show More

Related Articles

Back to top button