করিমগঞ্জের পোয়ামারা আইএসবিটিতে চালু নেট্রিপ-এর শাখা
করিমগঞ্জ : করিমগঞ্জ শহর সংলগ্ন পোয়ামারা আইএসবিটিতে শুক্রবার আনুষ্ঠানিকভাবে মোবাইল ভেহিক্যাল ফিটনেস টেস্টিং ইউনিট (নেট্রিপ)-এর উদ্বোধন করেছেন করিমগঞ্জের ডিডিসি দীপক জিডুং ও জেলা পরিবহণ আধিকারিক সাহাব উদ্দিন তাপাদার।
এখন থেকে করিমগঞ্জের পোয়ামারায় প্রাইভেট, ট্রান্সপোর্ট, ননট্রান্সপোর্ট সব ধরনের গাড়ির ফিটনেস টেস্টিং করা হবে, জানিয়েছেন পরিবহণ আধিকারিক (ডিটিও) সাহাব উদ্দিন তাপাদার।
করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব ও করিমগঞ্জ পরিবহণ আধিকারিক সাহাব উদ্দিন তাপাদারের প্রচেষ্টায় করিমগঞ্জের পোয়ামারার আইএসবিটিতে স্থাপন হয়েছে মোবাইল ভেহিক্যাল ফিটনেস টেস্টিং ইউনিট নেট্রিপ।
গত কয়েক মাস ধরে করিমগঞ্জের সবধরনের গাড়ির মালিকরা শিলচর গিয়ে গাড়ির ফিটনেস টেস্টিং করতে হচ্ছিল। এতে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল করিমগঞ্জ মোটর মালিকদের।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের সঙ্গে ছিলেন করিমগঞ্জ মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর দুর্গা গগৈ, করিমগঞ্জ এএসটিসি-র সুপারিন্টেন্ডেন্ট এনকে শর্মা, বাস মালিক গুলবাহার হুসেন সহ করিমগঞ্জ পরিবহণ বিভাগের অন্যান্য আধিকারিকরা।