করিমগঞ্জের বারইগ্রামে অগ্নিকাণ্ড, ভস্ম দোকানঘর সহ দুটি গাড়ি
বারইগ্রাম : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন বারইগ্ৰাম পুলিশ ওয়াচপোস্ট এলাকার কাঁঠালগুল গ্রামে আজ সোমবার কাকভোরে সংঘটিত বিধ্বংসী অগ্নিকাণ্ডে একটি দোকানঘর এবং দুটি গাড়ি পুড়ে ভস্ম হয়ে গেছে।
জানা গেছে, আজ ভোরের দিকে আচমকা গ্রামের জনৈক সুমিত দে ও অপুলাল দে-র দোকানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা পাথারকান্দির অগ্নিনির্বাপক কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে ইঞ্জিন নিয়ে দমকলের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দোকান সহ দুটি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুন গ্রাস করে ফেলে দোকানের মালিক সুমিতের অল্টো গাড়ি এবং তার ভাই অপুর অটো রিকশায়। ফলে দুটি গাড়িই পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। এদিকে আগুন ধরার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে বারইগ্রাম ওয়াচপোস্টের পুলিশ তদন্ত শুরু করেছে। দোকান ও গাড়ি মালিকদের ধারণা, কোনও অজ্ঞাত দুষ্টচক্র অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত।