Barak Valley

করিমগঞ্জের বিভিন্ন মন্দিরে মহাধুমধামে শিবচতুর্দশী উদযাপন

করিমগঞ্জ : শিবচতুর্দশী উপলক্ষে শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত গ্রাম শহরের বিভিন্ন দেবালয় এবং শিব মন্দিরে অসংখ্য ভক্তের ভিড় পরিলক্ষিত হয়৷ শুক্রবার রাতে শিব চতুর্দশী শুরু হওয়ার আগে থেকেই ফুল, বেলপাতা, অগরু, দুধ, দই, গি, মধু সহ পুজোর নানা উপকরণ নিয়ে বিভিন্ন মন্দিরে ভক্তদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতন৷ ধরকোণা শিব মন্দিরে সুবোধ নাথ ও রঞ্জন গোস্বামীর নেতৃত্বে দীপক নাথ, নিপুল নাথ, রঞ্জিত নাথ, রঞ্জু নাথ সহ অন্যান্যরা শুক্রবার রাত ৮টা থেকে শনিবার বেলা ১১টা পর্যন্ত ত্রিনাথের গান সহ ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন৷

অন্যদিকে, প্রতি বছরের মতো এবারও করিমগঞ্জের অগ্নিনির্বাপক দফতরের পাশের শিব মন্দির, মেন রোডে শিব মন্দিরে অসংখ্য ভক্ত পূজার্চনা করেন৷

শহরের ঐতিহ্যবাহী শিববাড়ি রোডের শিব মন্দির, গিরিশগঞ্জ কালিবাড়ি শিব মন্দির, করিমগঞ্জ টাউন কালিবাড়ি, বিসর্জনঘাট শিব মন্দির, সেটেলমেন্ট কালিবাড়ি, পশুপতি নাথ মন্দির সহ জেলার সবক’টি মন্দিরে মহাদেবের আরাধনায় মেতে উঠেন ভক্তরা৷

এদিকে প্রতি বছরের মতো এবারও শিব চতুর্দশী উপলক্ষে প্রজাপতি ব্রহ্মকুমারি সংস্থার পক্ষ থেকে বিশাল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে৷

Show More

Related Articles

Back to top button