করিমগঞ্জের বিভিন্ন স্থানে পথসভা করে মানবতার প্রচার সর্বধর্ম সমন্বয় সভার

মিনহাজুল আলম তালুকদার, করিমগঞ্জ: ঘরে ঘরে মানবতার বার্তা পৌঁছে দেওয়ার সংকল্প নিয়ে করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পথসভার আয়োজন করা হয় বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে।
গাড়ি-মাইকযোগে করিমগঞ্জ শহর থেকে যাত্রা শুরু করে ফকিরবাজার, সুতারকান্দি, নিলামবাজার, চেরাগী বাজার, আছিমগঞ্জ, পূর্বগুল হয়ে পাথারকান্দি, চুরাইবাড়ী, কাঁঠালতলী, চান্দখিরা, গান্ধাই, ব্রাহ্মণশাসন হয়ে শনিবাড়ি, লঙ্গাই রোড সহ বিভিন্ন এলাকায় মানবতার প্রচারাভিযান চালানো হয়৷ পাশাপাশি পাথারকান্দি কলেজ, কুসুম বিকাশ বিদ্যাপিঠ, অক্সফোর্ড কোচিং সেন্টার সহ বিভিন্ন স্কুল-কলেজ ও আরক্ষী থানায় শান্তি-সম্প্রীতির বার্তা দেওয়া হয়।
কাঁঠালতলির পথসভায় বক্তব্য রাখেন গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী আবু তাহের মোহাম্মদ হোসাইন, সমাজকর্মী আবুল কালাম বাহার, শিক্ষক এস এ তালহা সাবেরী। উপস্থিত ছিলেন মাওলানা বসির আহমদ সাবেরী, আব্দুল মুতলিব, শিক্ষক জিয়া উদ্দিন সহ অন্যান্যরা।
এদিন সাংবাদিক নুরুল ইসলামের পূর্ব নির্ধারিত সম্মাননা তার হাতে তুলে দেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন সহ বিশিষ্টজনেরা। প্রচারাভিযানে অংশ নেন শিক্ষক শাহিন আহমেদ চৌধুরী, নিরঞ্জন দাস, ইশরাক আহমেদ চৌধুরী, পারক দাস, মনছুর চৌধুরী, শহিদ আহমদ, জসিম উদ্দিন প্রমুখ।