Barak Valley
করিমগঞ্জের বিভিন্ন স্থানে বাসন্তী পূজার আয়োজন
করিমগঞ্জ : প্রতি বছরের মতো এবারও করিমগঞ্জে ধুমধামে বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে৷ রয়েলস্টার ক্লাবের উদ্যোগে বাসন্তীপূজা আয়োজন করা হয়েছে৷ এছাড়া করিমগঞ্জ শহর অঞ্চলে বহু লোকের বাড়িতে বাসন্তীপূজার আয়োজন করা হয়েছে বলে জানা যায়৷ আগের তুলনায় এখন শহর এলাকায় বাসন্তীপূজার প্রচলন বেশি হয়েছে বলে অনেকের ধারণা৷ এদিন টাউন কালীবাড়ি, মদনমোহন আখড়া ও গাছ কালীবাড়িতে প্রতিবারের মতো বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে৷ সপ্তমী, অষ্টমী ও নবমী এই ৩ দিন সম্পূর্ণভাবে নিয়ম-নীতি মেনে মায়ের পূজা হবে বলে মন্দির কমিটির তরফে জানানো হয়েছে৷ সকালে পূজার শেষে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা রয়েছে৷ সন্ধ্যার পর মায়ের আরতি হবে বলে জানানো হয়েছে৷ সপ্তমী পূজোতেই মায়ের মানুষের ভিড় পরিলক্ষিত হয়৷