Barak Valley

করিমগঞ্জের বেহাল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হিন্দু জাগরণ মঞ্চ জেলাশাসকের দ্বারস্থ

করিমগঞ্জ : জেলার আইন-শৃঙ্খলা সহ লাভ জেহাদ ইত্যাদি নিয়ে সরব হয়েছে হিন্দু জাগরণ মঞ্চ৷ সোমবার মঞ্চের তরফে এ নিয়ে স্মারকপত্র দেওয়া হয়েছে জেলাশাসককে৷ জেলার কোথায় কী হচ্ছে তা সবিস্তারে অবগত করা হয়েছে জেলাশাসককে৷ শহরের আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ পেট্রোলিং বাহিনী মোতায়েনের ওপর গুরুত্ব আরোপ করেছে হিন্দু জাগরণ মঞ্চ৷

একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটে চলছে করিমগঞ্জে৷ স্মাগলিং, চুরি, লাভ-জিহাদ, ড্রাগস ইত্যাদি বৃদ্ধি পেয়েছে করিমগঞ্জে৷ এনিয়ে জেলাশাসক মৃদুল যাদবের দ্বারস্থ হয়েছে মঞ্চ৷ এতে প্রথমেই লাভ-জেহাদ ইস্যু তুলে ধরা হয়েছে৷

বলা হয়েছে, একাধিক লাভ-জেহাদের ঘটনা ঘটে গিয়েছে৷ বেশ কয়েক মাস আগে নাম বদলে লাভ-জেহাদে জড়িত থাকা কবির হুসেন নামের এক যুবককে পুলিশে ধরিয়ে দেওয়া হয়৷ এরপর তার জেলও হয়৷ কিন্তু এর ক’মাস পর ফের ত্রিপুরার এক হিন্দু মহিলার সঙ্গে বদরপুরে ধরা পড়ে ওই যুবক৷ পরে তাকে ত্রিপুরা পুলিশের কাছে সমঝে দেওয়া হয়৷ এই যুবকটি একের পর এক হিন্দু মেয়েকে টার্গেট করে চলেছে৷ গত ক’দিন আগে টিউশন থেকে বাড়ি ফেরার পথে এক হিন্দু নাবালিকাকে অপহরণ করতে গিয়ে ধরা পড়ে মঞ্জুরুল হক নামের এই যুবক৷ প্রশাসনকে এসবে কড়া নজর রাখতে হবে৷

এছাড়া জেলার যত্রতত্র ড্রাগসের ব্যবসা চলছে৷ এখন শহরের আনাচে-কানাচেও গজিয়ে উঠছে ড্রাগসের ব্যবসা৷ বাইপাস সহ বিভিন্ন ধাবাতে ড্রাগস লেনদেন চলছে৷ একাংশ শিক্ষক নির্দিষ্ট সময়ে টিউশন করাচ্ছেন না৷ অনেক শিক্ষক রাত ১০টায় টিউশন করছেন৷ ফলে গভীর রাতে রাস্তায় বের হচ্ছে নাবালিকাদের৷ এতে ইভটিজিংয়ের শিকার হচ্ছে তারা৷ ফলে ওইসব প্রাইভেট শিক্ষকরা যাতে সন্ধ্যার আগে টিউশন শেষ করান এনিয়ে জেলা প্রশাসনের তরফে নির্দেশ জারি করতে হবে৷

এছাড়া শহরে মাত্রাতিরিক্ত চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে৷ মানুষকে নিরাপত্তা দেওয়ার দাবি জানানো সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন মঞ্চের সদস্যরা৷ স্মারকপত্র প্রদান করেন চয়ন বণিক, মনোজিৎ চক্রবর্তী, বিশ্বরাজ দে, অশোক সাহা সহ অন্যরা৷

Show More

Related Articles

Back to top button