Updates

করিমগঞ্জের ব্যবসায়ীদের ডাস্টবিনে বর্জ ফেলার নির্দেশ

শহরে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত আবর্জনা সংগ্রহ করবে পৌরসভা

করিমগঞ্জ : করিমগঞ্জ পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে শহরের সব ব্যবসায়ী প্রতিষ্ঠানকে তাদের প্রতিষ্ঠানের সম্মুখে ডাস্টবিন রাখতে বলেছেন৷ ওই ডাস্টবিনে ব্যবসায়ী প্রতিষ্ঠানের বর্জ ফেলতে নির্দেশ দিয়েছেন৷

এতে বলা হয়েছে, লক্ষ্য করা গেছে প্রায়ই বর্জ পদার্থ শহরের নালা, সড়ক ও সর্বজনীন স্থানে যত্রতত্র ফেলা হচ্ছে৷ তাই Solid Waste Management ধারা ২০১৬ বাস্তবায়িত করতে প্রতিটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সম্মুখে ডাস্টবিন রাখতে এবং ওই ডাস্টবিনে বর্জ ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে৷ এই ধারা অমান্য করে যদি কেউ নালা, রাস্তা ও সর্বজনীন স্থানে আবর্জনা ফেলেন তবে তাদের বিরুদ্ধে Solid Waste Management ধারা ২০১৬ অধীনে জরিমানা সহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে৷

এদিকে প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে তাদের প্রতিষ্ঠানের সম্মুখে নূন্যতম ১৫ লিটার আকারের ডাস্টবিন রাখতে ও জনস্বার্থে প্রতিষ্ঠানের ৫ মিটার ব্যাসার্ধ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে৷

এদিকে করিমগঞ্জের পৌরপতি স্বচ্ছ ভারত মিশনের অধীনে করিমগঞ্জের পৌর এলাকার জনগণকে আবর্জনা সঠিক পৃথকীকরণ অভিযান ও পৃথকভাবে আবর্জনা নিষ্কাশনে সাহায্য করতে আহ্বান জানিয়েছেন৷ পাশাপাশি, ঘরে ঘরে আবর্জনা সংগ্রহকারী সংস্থাগুলিকে আবর্জনা দেওয়ার জন্য এবং যেখানে সেখানে আবর্জনা না ফেলতেও অনুরোধ করা হয়েছে৷ এতে প্রতিদিন সকাল ৭টা-৯টা পর্যন্ত আবর্জনা সংগ্রহ করা হবে বলেও পৌরপতি জানিয়েছেন৷

Show More

Related Articles

Back to top button