করিমগঞ্জের লঙ্গাই বাগানে গরু চোর সন্দেহে আটক এক
পাথারকান্দি : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন লঙ্গাই চা বাগানে গরু চোর সন্দেহে জনতার হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। ধৃতকে পাথিনি বাগানের চার নম্বর লাইনের বাসিন্দা বছর ৪৮-এর শংকর কৈবর্ত বলে পরিচয় পাওয়া গেছে।
জানা গেছে, রবিবার গভীর রাতে লঙ্গাই বাগানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন শংকর কৈবর্ত। তখন স্থানীয় জনগণ তাকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে পাথারকান্দি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। এ খবর লেখা পর্যন্ত ধৃত শংকর কৈবর্ত পাথারকান্দি থানার লকআপে রয়েছেন।
এদিকে স্থানীয় একাংশ শংকর কৈবর্তকে চোর বলে অভিযোগ করলেও, কতিপয়ের দাবি তিনি একজন ভবঘুরে। বেশিরভাগ সময় তিনি তাঁর বাড়িতে থাকেন না। এর আগেও নাকি তিনি একবার চোর সন্দেহে জনতার হাতে ধরা পড়েছিলেন। তাই পুলিশ বিষয়টি যাচাই করছে।