Barak Valley
করিমগঞ্জের লঙ্গাই রোডে চুরি
করিমগঞ্জ : করিমগঞ্জের লঙ্গাই রোডে চুরি কান্ড । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, এলাকার রতি রায় সহ তার পরিবারের সদস্যরা গতকাল রাতে বাড়িতে না থাকলে সেই সুযোগেই বাড়িতে চুরি করে চম্পট দেয় চোরের দল । আজ সকালে ঘটনা জানাজানি হয় । এরপর পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে দেখতে পান ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আলমারির তালা ভাঙা অবস্থায় রয়েছে।
নগদ টাকা সহ সোনার জিনিস চুরি হয়েছে বলে জানা গিয়েছে৷ করিমগঞ্জের সদর পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত ওই ঘটনায় কাউকে ধরতে পারেনি।