Barak Valley

করিমগঞ্জের সমাজ কল্যাণ বিভাগ নভেম্বর মাসে পরিষেবা প্রদানে রাজ্যে সেরা প্রদর্শন

করিমগঞ্জ : করিমগঞ্জের সমাজ কল্যাণ বিভাগ নভেম্বর মাসে আঙ্গনওয়াডি কেন্দ্রগুলির মাধ্যমে বিভিন্ন পরিষেবা প্রদানে রাজ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করেছে। করিমগঞ্জের জেলা সমাজ কল্যাণ আধিকারিক সৈয়দ আহিদুল ইসলাম জানিয়েছেন, জেলা সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ অঙ্গনওয়াডি কেন্দ্রগুলি নভেম্বর মাসে ২১ দিন পর্যন্ত খোলা থাকা, কেন্দ্রগুলিতে শিশুদের উপস্থিতির হার, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকে শিশুদের প্রদান করা প্রাক বিদ্যালয় শিক্ষা, রান্না করা খাদ্য প্রদান করায় সর্বোচ্চ পরিষেবা প্রদান করেছে।

পাশাপাশি, গর্ভবতী মহিলা, দুগ্ধ পান করানো মাতৃ এবং অপুষ্টিগ্রস্ত শিশুদের জন্য ঘরে ঘরে পুষ্টিকর আহার প্রদান করা হয়েছে সবথেকে বেশি। এদিকে নভেম্বর মাসে অঙ্গনওয়াডি কর্মীদের গৃহ ভ্রমণ করে গর্ভবতী মহিলা, অপুষ্টি গ্রস্ত শিশু ইত্যাদি তদারকির ক্ষেত্রেও অবস্থান রয়েছে শীর্ষে। এছাড়া শিশুদের বিকাশ তদারকি করতে ওজন, উচ্চতা ইত্যাদি পরিমাপ করা হয়েছে সর্বোচ্চ। এতে নভেম্বর মাসে রাজ্যের সমাজ কল্যাণ বিভাগ থেকে এই পরিষেবাগুলি প্রদানের ক্ষেত্রে করা সমীক্ষা অনুসারে করিমগঞ্জ জেলা রাজ্যের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

Show More

Related Articles

Back to top button