Barak Valley
করিমগঞ্জের সরকারি অনুষ্ঠানে জাতীয় পতাাকা উত্তোলন জেলাশাসকের
করিমগঞ্জ : করিমগঞ্জের সরকারি অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেছেন জেলাশাসক মৃদুলকুমার যাদব। ভারতের ৭৫-তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে করিমগঞ্জ জেলা সদরে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছেন জেলাশাসক।
আজ শুক্রবার করিমগঞ্জ সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত কেন্দ্রীয়ভাবে প্ৰজাতন্ত্ৰ দিবস পালন করেছে জেলা প্রশাসন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিত্ব সহ সামাজিক সংস্থার কর্মকর্তা থেকে সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন।
পরে অনুষ্ঠিত প্যারেডে অর্ধসামরিক বাহিনী, আসাম পুলিশ ব্যাটালিয়ন, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, স্কাউট অ্যান্ড গাইডস ক্যাডারদের অভিবাদন গ্রহণ করেছেন জেলাশাসক। শেষে সরকারের বিভিন্ন জনহিতকর বিভিন্ন প্রকল্পের ওপর আলোকপাত করেন জেলাশাসক যাদব।