Barak Valley

করিমগঞ্জের সলগইয়ে জাতীয় সড়কে সেতু থেকে ছড়ায় বাইকার, গুরুতর আহত এক

বাজা‌রিছড়া : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন সলগই বাজা‌রে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হ‌য়েছেন বাইক আ‌রোহী। ঘটনা আজ শুক্রবার বিকাল তিন‌টা নাগাদ সংঘটিত হয়েছে।

জানা গেছে, এএস ১০ ই ৯৩২৩ নম্ব‌রের এম‌টি ওয়ান ফাইভ ম‌ডে‌লের এক‌টি মোটর সাই‌কেল নি‌য়ে এক যুবক দুরন্ত গতিতে পাথারকা‌ন্দি থে‌কে লোয়াইর‌পোয়া অ‌ভিমু‌খে যাবার প‌থে ঘটনা‌টি ঘ‌টে।চালক স‌মেত বাইক‌টি আট নং জা‌তীয় সড়‌কের সলগই বাজার‌ এলাকায় হাতাইছড়া সেতুর উত্তর প্রা‌ন্তে গিয়ে প্রায় ত্রিশ ফুট নীচে ছড়ায় গিয়ে প‌ড়ে। স্থানীয় জনগণ ও ভি‌ডি‌পি কর্মীরা এ‌গি‌য়ে গি‌য়ে দ্রুত বাইক চাল‌ককে উদ্ধার ক‌রে চি‌কিত্‍সার জন‌্য মাকুন্দা হাসপাতালে পাঠান।

ঘটনার খবর পে‌য়ে বাজারিছড়া থানার পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌ‌ছে দুর্ঘটনাগ্রস্থ বাইক‌টি উদ্ধার ক‌রে নি‌জে‌দের জিম্মায় নেয়।প্রত‌্যক্ষদর্শীরা জানান, আহত যুবক‌টির বা‌ড়ি পাথারকান্দিল তিন‌খাল এলাকায়। আহতের নাম জানা যায়নি।

Show More

Related Articles

Back to top button