Barak Valley

ইউডিএফ ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন শাপলা চৌধুরী

ফকিরাবাজার : ফের একবার করিমগঞ্জ AIUDF-এ ধস৷ এবার সীমান্ত জেলা করিমগঞ্জের AIUDF-র যুব কর্মী তথা জেলা AIUDF-র কার্যকরী সভাপতি ও সদ্য লোকসভা নির্বাচনের দলীয় প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরীর ভ্রাতুষ্পুত্র আশরাফুন নূর চৌধুরী আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস দলে যোগ দিলেন৷ রবিবার আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর এনামের গুয়াহাটিস্থিত বাসভবনে উপস্থিত হয়ে উপস্থিত হয়ে যুব কংগ্রেসে যোগ দেন শাপলা চৌধুরী৷

শাপলা চৌধুরী সরাসরি AIUDF-র কোন পদাধিকারী না হলেও AIUDF-র উত্থানে তার ভূমিকা ছিল অপরিসীম৷ পারুল চৌধুরী AIUDF-এ যোগ দেওয়ার পর থেকেই শাপলা চৌধুরী দলের হয়ে বিভিন্ন অবদান রেখেছেন৷

Show More

Related Articles

Back to top button