Barak Valley

করিমগঞ্জের সুতারকান্দি স্থলবন্দর দিয়ে স্বদেশে ফিরলেন বাংলাদেশের সম্পদ রায়

করিমগঞ্জ : স্বগৃহে ফিরেছেন শ্রীমঙ্গল মহিলা কলেজের প্রাক্তন অধ্যাপক সম্পদরঞ্জন রায়। আজ শনিবার করিমগঞ্জের সুতারকান্দি-শেওলা স্থলবন্দর দিয়ে তাঁকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে ভারতের প্রশাসন। দুই দেশের আন্তর্জাতিক নিয়ম মেনে জিরো পয়েন্টে বাংলাদেশ বিজিবির হাতে সম্পদরঞ্জন রায়কে তুলে দিয়েছেন বিএসএফ কর্তৃপক্ষ।

জানা গেছে, বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাসিন্দা সম্পদরঞ্জন রায় দীর্ঘদিন থেকে নিখোঁজ ছিলেন। সম্প্রীতি তাঁকে উদ্ধার করা হয় ত্রিপুরা থেকে। উত্তর ত্রিপুরার শনিছড়া এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় অজ্ঞাতপরিয় এক ব্যক্তির ঘোরাফেরা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এর পর তাঁকে বাংলাদেশের নাগরিক সন্দেহ হলে তাঁর একটি ভিডিও আপলোড করা হয় সামাজিক মাধ্যমে। ওই ভিডিও দেখে বাংলাদেশ থেকে তাঁর আত্মীয়স্বজনরা তাঁকে শনাক্ত করেন।

গত এপ্রিল মাসে সম্পদরঞ্জন রায়কে ত্রিপুরার শনিছড়া থেকে উদ্ধার করেন করিমগঞ্জের বিশিষ্ট সমাজসেবী সুজন দেবরায়। এর পর দুই দেশের হাইকমিশনের সাহায্য নেওয়া হয়। গত জুনে গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ অ্যাসিস্টেন্ট হাইকমিশনের কার্যালয় থেকে ট্রাভেল পারমিট ইস্যু হলে আজ শনিবার তাঁকে করিমগঞ্জের সুতারকান্দি স্থলবন্দর দিয়ে স্বদেশে পাঠানো হয়।

Show More

Related Articles

Back to top button