করিমগঞ্জের সেটেলমেন্ট কার্যালয় সাময়িকভাবে স্থানান্তরিত

করিমগঞ্জ : করিমগঞ্জের সেটেলমেন্ট ও অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসারের কার্যালয় ২৪ জুলাই থেকে সাময়িকভাবে করিমগঞ্জের লঙ্গাই রোডে অবস্থিত জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্র সংক্ষেপে ডিআইসিসি-র পুরনো ভবনে স্থানান্তরিত করা হয়েছে।
করিমগঞ্জের ভারপ্রাপ্ত সেটেলমেন্ট অফিসার এক বিজ্ঞপ্তিতে এ খবর দিয়ে জানিয়েছেন, সেটেলমেন্ট অফিসের বর্তমান আসাম টাইপের ভবন অনেক পুরনো এবং জীর্ণদশায় রয়েছে, যা কর্মসংস্কৃতির জন্য উপযুক্ত নয়।
পাশাপাশি ওই ভবনের প্লিন্থ নিচু অবস্থানে রয়েছে। প্রায়ই বৃষ্টির জল ওই ভবনে জমা হয়ে থাকে। যার ফলে ভবনটি কাজকর্ম চালিয়ে যাওয়ার মতো অবস্থায় নয়। এরই পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলাশাসক ও ডিআইসিসি-র জেনারেল ম্যানেজারের সহমর্মিতার ভিত্তিতে সেটেলমেন্ট ও অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসারের কার্যালয় সাময়িকভাবে ডিআইসিসি-র পুরনো ভবনে স্থানান্তরিত করা হয়েছে।