Updates

করিমগঞ্জের হাতিখিরা সংলগ্ন ডেঙ্গুরাছড়ায় উদ্ধার যুবকের মৃত‌দেহ, চাঞ্চল্য

বাজারিছড়া : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার বাজা‌রিছড়া থানাধীন লোয়াইর‌পোয়া ব্ল‌কের হাতিখিরা চা বাগান সংলগ্ন ডেঙ্গুরাছড়া এলাকা থে‌কে জনৈক যুব‌কের মৃতদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এলাকা জু‌ড়ে চাঞ্চল্য দেখা দি‌য়ে‌ছে। মৃত যুবককে থাওবান সিংহ (২৬) বলে শনাক্ত করা হয়েছে।

আজ সোমবার সকালে হাতাইয়ারবন্দ গ্রামের বাসিন্দা পেশায় সহকারী মোটর চালক থাওবান সিংহের নিথর দেহ ডেঙ্গুরাছড়া গ্রামীণ সড়কের পা‌শে উদ্ধার করেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে থাওবানের মৃতদেহ দেখে প্রথমে তাঁরা খবর দেন তাঁর বাড়িতে। সঙ্গে খবর দেন বাজারিছড়া থানায়।

খবর পেয়ে বাজারিছড়া থানা থেকে পুলিশ অকুস্থ‌লে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠিয়েছে। জানা গেছে, মৃত যুবকেির বাড়িতে তার মা, এক বোন ও এক ভাই রয়েছেন। প‌রিবা‌রের একমাত্র উপার্জনকারী ছিল থাওবান সিংহ।

Show More

Related Articles

Back to top button