করিমগঞ্জের ২৫ নং ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে রেশন কার্ড বিতরণ
করিমগঞ্জ : জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে আনুষ্ঠানিক রেশন কার্ড বিতরণ অনুষ্ঠান করিমগঞ্জ শহরের ২৫ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়৷ প্রধনা অতিথি হিসেবে ছিলেন পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, শহর মণ্ডলের সভাপতি কিশোর দে, বরিষ্ঠ নেতা অজয় ভট্টাচার্য সহ, ওয়ার্ডের বরিষ্ঠ নাগরিক প্রদীপ ধর, সাংবাদিক করুণা দেব, কমিশনার নির্মণ বণিক, বুথ সভাপতি নিধিদেন্দু দাস ও রিনা সূত্রধর৷ অনুষ্ঠানে ১০০’র অধিক রেশন কার্ড হিতাধিকারীদের মধ্যে বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিশনার নির্মণ বণিক৷ সভায় মুখ্যমন্ত্রীর জনহিতকর ও উন্নয়নমূলক কাজের প্রশংসা করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান৷ পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব বিভিন্ন উন্নয়নমূলক কাজের ও সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ান দেন৷ অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ডের বিজেপির অন্যতম সদস্য রসমঞ্জ ভূইয়া৷ উপস্থিত ছিলেন এসসি মোর্চার জেলা সাধারণ সম্পাদক বিমল দাস, মহিলা মোর্চার জেলা সম্পাদিকা সোমা দাস সহ অন্যরা৷ সভায় আমন্ত্রিত অতিথি দ্বারা হিতাধিকারীদের রেশন কার্ড বন্টন করা হয়৷ ধন্যবাদ জানান ওয়ার্ড সভাপতি নিধিদেন্দু দাস৷