Barak Valley

করিমগঞ্জে অন্ন সুরক্ষা সপ্তাহ সফল করতে আধিকারিকদের দায়িত্ব প্রদান

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জে অন্ন সুরক্ষা সপ্তাহ সফলভাবে বাস্তবায়ন করতে জেলার ন্যায্য মূল্যের দোকানগুলিতে খাদ্য সুরক্ষা যোজনার চাল সঠিকভাবে বন্টন পর্যবেক্ষণ করতে আধিকারিকদের দায়িত্ব সমঝে দেওয়া হয়েছে। করিমগঞ্জের খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি এক আদেশে আধিকারিকদের ন্যায্য মূল্যের দোকান পর্যবেক্ষণের দায়িত্ব প্রদান করেছেন।

এতে করিমগঞ্জ পৌর এলাকা ও করিমগঞ্জ শহরের দায়িত্বে রয়েছেন সহকারি আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ুমনাম, মোবাইল নম্বর ৯৪০১১৮৮৩১৩/ ৯৩৯৪৩৫৪৭৬৩। করিমগঞ্জ রাজস্ব চক্রের গ্রামীণ এলাকার দায়িত্বে রয়েছেন করিমগঞ্জ সদর সার্কেলের চক্র আধিকারিক ও কার্যবাহী ম্যাজিস্ট্রেট, ৯৪৩৫২৭৯৭৩৬। নিলাম বাজার রাজস্ব চক্র এলাকায় নিলাম বাজারের চক্র আধিকারিক ও কার্যবাহী ম্যাজিস্ট্রেট, ৭০০২২৪০৬২৯। পাথারকান্দি রাজস্ব চক্র এলাকায় চক্র আধিকারিক ও কার্যবাহী ম্যাজিস্ট্রেট, ৮০১১৭৭৫৪৫৪। রামকৃষ্ণ নগর রাজস্ব চক্র এলাকায় চক্র আধিকারিক ও কার্যবাহী ম্যাজিস্ট্রেট, ৮৭৮৯৬১৯২৭৩। এদিকে বদরপুর রাজস্ব চক্র ও বদরপুর শহর এলাকা সহ দায়িত্বে রয়েছেন চক্র আধিকারিক ও কার্যবাহী ম্যাজিস্ট্রেট, ৯১২৭৩৬৫৫৭৫। এই আদেশ ১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত কার্যকরী থাকছে। এতে বিভাগের ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টরকে আধিকারিকদের সাথে সমন্বয় রক্ষা করে এর রিপোর্ট এডিসিকে প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Show More

Related Articles

Back to top button