Updates

করিমগঞ্জে আজ থেকে ভোটার সচেতনতা অভিযান

জনসংযোগ, করিমগঞ্জ, ২৩ মার্চ : আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ জেলায় ভোটার এবং সদ্য ভোটাধিকার প্রাপ্ত যুবা ভোটারদের মধ্যে ভোটদান প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণের জন্য সচেতনতা গড়ে তুলতে রবিবার থেকে সচেতনতা অভিযান চালানো হবে৷ এতে করিমগঞ্জের ভোটার সচেতনতা সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত জানিয়েছেন, রবিবার করিমগঞ্জের সাংস্কৃতিক সংস্থা বিশ্ববীণার পরিচালনায় উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের চা বাগান পার্বত্য জাতিগোষ্ঠী ও সীমান্ত এলাকায় সচেতনতামূলক পথনাটিকা অনুষ্ঠিত হবে৷

সোমবার থাকছে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ভোটার সচেতনতামূলক আলপনা প্রতিযোগিতা৷ মঙ্গলবার SVP ও DTO-র যৌথ উদ্যোগে অটো ও অন্যান্য যানবাহনের পিছনে ভোটার সচেতনতা বার্তা সম্বলিত পোস্টার ও স্টিকার লাগানো হবে৷ বুধবার করিমগঞ্জ কলেজ, আরএসএস কলেজ, ফ্রন্টিয়ার কলেজ, জুনিয়র সায়েন্স কলেজ, নিলামবাজার কলেজ, পাথারকান্দি কলেজ, আরকে নগর কলেজের ছাত্রছাত্রী শিক্ষক-শিক্ষিকা ও SVP cell-র কর্মকর্তাদের সহযোগে হবে প্রভাত ফেরি৷

জেলা আয়ুক্ত কার্যালয় থেকে শম্ভু সাগর পার্ক, মিশন রোড হয়ে প্রভাত ফেরি বের করা হবে৷ অনুরূপভাবে নিলামবাজার, রামকৃষ্ণনগর ও পাথারকান্দিতে এবং সীমান্ত এলাকা ও চা বাগান এলাকাতেও প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে৷

বৃহস্পতিবার জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয় এবং সব কয়টি কলেজের ব্যবস্থাপনায় সকালবেলায় বাইসাইকেল রেলি, দুপুরে বিতর্ক ও তাৎক্ষণিক বক্তৃতা অনুষ্ঠিত হবে৷ অনুরূপভাবে ৩০ মার্চ, শনিবার জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের নিয়ে মহিলা ভোটারদের সচেতনতামূলক ক্যান্ডেল মার্চ, শপথ গ্রহণ ও ভোটার সচেতনতা এবং প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া যুবা ভোটারদের নিয়ে কলেজগুলিতে ভোটার রেজিস্ট্রেশন ও কর্মশালার আয়োজন করা হবে৷ এতে ৩১ মার্চ, রবিবার থাকছে ‘কোন ভোটার যাতে বাদ না পড়েন’ এই থিম নিয়ে ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা৷

এছাড়া ২ এপ্রিল হবে অনুষ্ঠিত হবে সিগনেচার ক্যাম্পেইন৷ এতে আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ জেলায় ভোটারদের ভোটদান প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বৃদ্ধি করতে শুক্রবার করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে Systematic Voters Education & Electoral Participation বা এসভিপ সেলের দায়িত্বপ্রাপ্ত ADC উদয় শঙ্কর দত্ত, সহকারি আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ুনাম, রূপক মজুমদার, DSO ঝিমলি বরা, বিভিন্ন কলেজ থেকে আগত অধ্যাপক ও ক্যাম্পেস অ্যাম্বাসেডর, নেহেরু যুব কেন্দ্র সংস্থার প্রতিনিধিগণ, নির্বাচিত ক্লাব প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ এতে জেলাজুড়ে নানান ধরনের কর্মসূচি আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Show More

Related Articles

Back to top button