Barak Valley

করিমগঞ্জে আজ বিহু সম্মিলন

করিমগঞ্জ : করিমগঞ্জে বিহু সম্মিলন উপলক্ষে প্রস্তুতি চূড়ান্ত৷ মঙ্গলবার জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে পুরো দিনব্যাপী কার্যসূচি রয়েছে৷ অনুষ্ঠান সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন করিমগঞ্জ কেন্দ্রীয় রঙালি বিহু সম্মিলন-র সভাপতি মনোজকুমার শহরিয়া এবং সম্পাদক জিতুল সনোয়াল৷

উল্লেখ্য, গতবার করিমগঞ্জ কলেজ ময়দানে দুই দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ কিন্তু পরিস্থিতি সাপেক্ষে এবার একদিনের কার্যসূচি হাতে নেওয়া হয়৷ মঙ্গলবার সকাল ১০টায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কার্যসূচি সূচনা করা হবে৷ বিহু সম্মিলনের পতাকা উত্তোলন কেন্দ্রীয় রঙালি বিহু সম্মিলন-র সভাপতি মনোজকুমার শহরিয়া৷ ১১টা থেকে শুরু হবে বিহু কুঁৱৰী প্রতিযোগিতা৷ উদ্বোধন করবেন পুলিশ সুপার পার্থপ্রতিম দাস৷ সাংস্কৃতিক সন্ধ্যার মঞ্চ উদ্বোধন করবেন জেলাশাসক মৃদুল যাদব৷ এছাড়া অন্যান্য কার্যসূচির মধ্যে রয়েছে নামঘরের মহিলা দলের জেং বিহু, হুঁচৰি প্রদর্শন ইত্যাদি৷ সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে আমন্ত্রিত শিল্পীদের সঙ্গীত পরিবেশন৷

এদিকে, অনুষ্ঠানকে সর্বাঙ্গসুন্দর করে তুলতে একটি পরিচালন সমিতি গঠন করা হয়েছে৷ উপদেষ্টা হিসাবে রয়েছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিজয় মালাকার, কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলাশাসক মৃদুল যাদব, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস৷ সভাপতি করা হয়েছে মনোজকুমার শহরিয়াকে, উপ-সভাপতি কৈলাশ শর্মা, সম্পাদক জিতু সনোয়াল, সহ-সম্পাদক সুরজিৎ রায়, কোষাধ্যক্ষ ভবেন দিহিঙ্গিয়া, সাংস্কৃতিক সম্পাদক বিকাশ শইকিয়া৷ এছাড়া কমিটিতে সদস্য হিসাবে রয়েছেন আরও ৬ জন৷ তারা হলেন অমূল্য শর্মা, গদাপানি শর্মা, ভানু চুতিয়া, চন্দন ডেকা, অপন ভূঞা, রিতুমণি হালৈ৷ করিমগঞ্জ কেন্দ্রীয় রঙালি বিহু সম্মিলন উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে জেরা গ্রন্থাগার প্রেক্ষাগৃহ৷

Show More

Related Articles

Back to top button