করিমগঞ্জে আটক গাঁজা সহ ভিন রাজ্যের ২ যুবতী মেয়ে
করিমগঞ্জ : স্থানীয়দের সহায়তায় করিমগঞ্জ পুলিশের হাতে গাঁজা সহ বহিঃরাজ্যের দুই তরুণী পাচারকারী ধরা পড়েছে। ত্রিপুরা থেকে গাঁজা নিয়ে বিহারে নিয়ে যাওয়ার সময় তাদের পাকড়াও করেছে করিমগঞ্জ সদর থানার পুলিশ। তবে এই অভিযানে কৃতিত্ব রয়েছে স্থানীয়দের।
দুই তরুণীর সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয় কয়েকজন বাসিন্দা সদর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশের দল এসে তাদের পাকড়াও করে। ঘটনা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় করিমগঞ্জ শহরের এওসি পয়েন্টে ঘটেছে। ধৃত দুই তরুণী বিহার এবং এলাহাবাদের বাসিন্দা।
জানা গেছে, ত্রিপুরা থেকে শুকনো গাঁজা নিয়ে বাসে করে গুয়াহাটি পাড়ি দেওয়ার জন্য এওসি পয়েন্টের পেট্রালপাম্প এলাকায় অপেক্ষা করছিল দুই মহিলা পাচারকারী। এক সময় স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা খবর দেন সদর থানায়। খবর পেয়ে টাউন ইনচার্জ পলাশ বরা মহিলা পুলিশের দল নিয়ে ছুটে এসে তাদের কাপড়ের ব্যাগে তালাশি চালিয়ে উদ্ধার করে প্রায় ১৪ কেজি শুকনো গাঁজা। উদ্ধারকৃত গাঁজাগুলির কালোবাজারি মূল্য ৩ লক্ষাধিক টাকা হবে বলে পুলিশের ধারণা। ধৃত দুই পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।