Updates
করিমগঞ্জে আধার এনরোলমেন্ট কেন্দ্রের স্থান পরিবর্তন

করিমগঞ্জ : করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের আধার সেল থেকে জারি করা এক আদেশে জেলার লোয়াইরপোয়া ব্লকের অধীনে জুরবাড়ি হাজি কাসিম আলি হাইস্কুল, পাথারকান্দি আধার এনরোলমেন্ট কেন্দ্রের স্থান পরিবর্তন করে বাজারিছড়া লঙ্গাই ফরেস্ট বিট অফিসে নতুন আধার এনরোলমেন্ট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, দক্ষিণ করিমগঞ্জ ব্লকে নিলামবাজারের এস ভি বিদ্যানিকেতন এইচ এস স্কুলের পরিবর্তে নিলামবাজারের পূর্ত (গ্রামীণ সড়ক) সাবডিভিশনের সহকারি নির্বাহী বাস্তুকারের কার্যালয়ে আধার কেন্দ্র স্থানান্তরিত করা হয়েছে।