Barak Valley

করিমগঞ্জে আনুষ্ঠানিকভাবে সাইকেল প্রদান কৃপানাথ মালার

করিমগঞ্জ : রাজ্যের মুখ্যমন্ত্রীর বিশেষ যোজনার অধীনে শুক্রবার করিমগঞ্জে ৯ম শ্রেণিতে পাঠরত ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে৷ শুক্রবার করিমগঞ্জের নীলমণির মাঠে আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের হাতে বিনামূল্যে এই সাইকেল তুলে দেন সাংসদ কৃপানাথ মালা৷

করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে জেলার বিভিন্ন উচ্চ ও উচ্চ মাধ্যমিক পাঠরত ছাত্রছাত্রী ও অভিভাবকরা অংশ নেন৷

জেলাশাসক ভাষণ দিতে গিয়ে জানান, রাজ্য সরকার থেকে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের ছাত্রছাত্রীদের স্কুলে নিয়ে আসা-যাওয়া সুগম করতে এবং যাতায়াতের অসুবিধার জন্য যাতে ছাত্রছাত্রীরা ড্রপ আউট না হয়, তা সুনিশ্চিত করতে এই সাইকেল প্রদান করা হয়েছে৷ বিনামূল্যের এই সাইকেল জেলার ১৩,৫২৯ জন ছাত্রছাত্রীকে প্রদান করা হবে৷ তিনি ছাত্রছাত্রীদের সাইকেলের সঠিক ব্যবহার করতে এবং পড়াশোনায় মনোযোগী হতে পরামর্শ দেন৷ তিনি জানান, এদিন আনুষ্ঠানিকভাবে ১০ জন ছাত্রকে সাইকেল প্রদান করা হয়েছে৷ পরবর্তীতে প্রতিটি শিক্ষাখন্ড অনুসারে ছাত্রছাত্রীদের বিনামূল্যের এই সাইকেল তুলে দেওয়া হবে৷

মুখ্য অতিথির ভাষণে সাংসদ কৃপানাথ মালা রাজ্য সরকার থেকে প্রদান করা সাইকেল ছাত্রছাত্রীদের সঠিক ব্যবহার করার পরামর্শ দেন৷ পাশাপাশি তিনি ছাত্রছাত্রীদের ভালোভাবে পড়াশোনা করতে বলেন৷ তিনি বলেন, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বাহ্যিক অন্যান্য মনোরঞ্জন ভুলে গিয়ে শুধু শিক্ষায় মনোযোগী হতে হবে৷ কেননা পরবর্তীতে জীবনে শিক্ষা গ্রহণের এই সময় আর ফিরে আসবে না৷

এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন আনিপুরের নারায়ন নাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ রঞ্জন ভট্টাচার্য৷

Show More

Related Articles

Back to top button