Barak Valley

করিমগঞ্জে আয়ুষ্মান দিবস উদযাপিত

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জে শনিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ৫ম আয়ুষ্মান দিবস৷ জেলার কচুয়াধাম বিপিএইচসি-র চিকিৎসক, প্যারামেডিক্যাল স্টাফ ও আশা কর্মীদের অংশ গ্রহণে বদরপুর এসএইচসি থেকে রেলির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়৷ এদিন করিমগঞ্জ সিভিলের সভা কক্ষে আয়ুষ্মান দিবসের জেলা পর্যায়ের অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের দায়িত্ব প্রাপ্ত ADC মিনার্ভা দেবী আরামবাম৷ এতে স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডা: রাজীব বরুয়া, মুখ্য স্বাস্থ্য ও চিকিৎসা আধিকারিক ডা. মতীন্দ্র সূত্রধর, ডা. রঞ্জিত বৈদ্য CM&HO (CD), ডা. মৃন্ময় দেব, সুপার করিমগঞ্জ সিভিল, ডা. জিনা চৌধুরী DMO (AB) সহ বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন৷

ADC তাঁর বক্তৃতায় স্বাস্থ্য পরিষেবাকে প্রান্তিক মানুষের কাছে সহজলভ্য করার ওপর জোর দেন৷ যুগ্ন স্বাস্থ্য সঞ্চালক ডা. রাজীব বরুয়া জানান আশাকর্মী সহ অন্যান্যরা আয়ুষ্মান কার্ড বিতরণের জন্য ঘরে ঘরে যাচ্ছেন৷ ডা. জিনা চৌধুরী আয়ুষ্মান ভারত এনটাইটেলমেন্টের ওপর একটি বিশদ উপস্থাপনা তুলে ধরেন৷ ডা. মৃন্ময় দেব, ডা. মতীন্দ্র সূত্রধর আয়ুষ্মান ভারতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷ সেরা কর্মদক্ষতা প্রদর্শন করা ফ্রন্টলাইন কর্মীদের সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয়৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন DME সুমন চৌধুরী, DPM হানিফ মহম্মদ কৌশল আলম এবং DPC এল প্রকাশ সিংহ৷

এদিকে, এদিন আরেকটি অনুষ্ঠানে IPAS Development Foundation-র সহযোগিতায় বিদ্যানগর টি এস্টেটে কিশোর-কিশোরী মেলার আয়োজন করা হয়৷ বিভিন্ন খেলা-প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ এতে সচেতনতামূলক বক্তব্য রাখেন মনোবিজ্ঞানী সূস্মিতা দাস, DEIC manager মনীষা রায় প্রমুখ৷ কিশোরীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে সেরা অভিনয় শিল্পীদের পুরস্কৃত করা হয়৷

Show More

Related Articles

Back to top button