Barak Valley

করিমগঞ্জে উদ্ধার নবজাতক শিশু

করিমগঞ্জ : করিমগঞ্জ শহরের ২ নং ওয়ার্ডে সোমবার সকালে এক জীবিত নবজাতক শিশু উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়৷ পরে খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কমিশনার অকুস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এক মায়ের কাছে সমঝে দেন৷ তিনি জানান, বিষয়টি প্রশাসনের নজরে এনে শিশুটিকে চাইল্ড লাইনের হাতে পৌঁছে দেবার অনুরোধ করা হয়েছে৷ ধারণা করা হচ্ছে, কোনো অবৈধ প্রেমিক জুটি নিজেদের মুখ রক্ষা করতে নিষ্পাপ এই শিশুটিকে লোকচক্ষুর আড়ালে কাপড়ে মুড়ে সড়কের পাশে ফেলে গেছে৷ ভাগ্যিস শিশুটিকে জীবিত উদ্ধার করা গেছে৷ এমন কাণ্ডে স্থানীয়দের মনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Show More

Related Articles

Back to top button