গৌরব পথ প্রকল্পে সাজছে নীলমণি রোড

করিমগঞ্জ : নতুন রূপে সেজে উঠতে চলেছে করিমগঞ্জ শহরের একটি এলাকা৷ গৌরব পথ প্রকল্পের আওতায় হবে কাজ৷ সড়কের পাশে বসানো হবে অত্যাধুনিক আলোকস্তম্ভ৷ থাকবে টাইলস বসানো ফুটপাত৷ শহরের নীলমণি রোডের একাংশকে আনা হয়েছে এই গৌরব পথের আওতায়৷ ৩.২০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে ওই রোডের একাংশ৷
জরাজীর্ণ অবস্থায় রয়েছে করিমগঞ্জ শহরের সিংহভাগ রোড৷ এরইমধ্যে ৫টি সড়কের কাজের টাকা মঞ্জুর হয়েছে৷ টাকার পরিমাণ ২০ কোটি৷ এরইমধ্যে একটি সড়ককে গৌরব পথের আওতায় আনা হয়েছে৷ এতে স্থান পেয়েছে শহরের নীলমণি রোডের একাংশ৷ বর্তমানে ওই রোডে কাজও শুরু হয়ে গেছে৷ কাজের দায়িত্ব পেয়েছেন সুমন ধর৷
জানা গেছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কার্যকালে নমামি বরাক উৎসব হয়েছিল করিমগঞ্জে৷ ওই সময় উৎসবের স্থান হিসাবে বেছে নেওয়া হয়েছিল নীলমণি রোডের CRPF Camp ও নীলমণি স্কুলের মাঠকে৷ Camps-এ আয়োজিত উৎসবে অংশ নিয়েছিলেন সর্বানন্দ সোনোয়াল সহ অন্য মন্ত্রীরা৷ তখনই নীলমণি রোডকে VIP Road বানিয়ে দেওয়া হয়৷ ফলে সড়ক সংস্কারের টাকা মঞ্জুর হওয়ার পর বিভাগীয় দফতর থেকে নীলমণি রোডের ওই একাংশ এলাকাকেই গৌরব পথের আওতায় আনা হয়েছে৷
SBI-র সামনের অংশ থেকে Central School হয়ে নীলমণি স্কুলের মাঠের সামনের অংশ সহ DTO office সংলগ্ন এলাকাকে আনা হয়েছে গৌরব পথের আওতায়৷ মোট ৯০০ মিটার সড়ককে আধুনিকভাবে গড়ে তোলা হবে৷ ইতিমধ্যে কাজও শুরু হয়ে গেছে৷
জানা গেছে, গৌরব পথের আওতায় নীলমণি রোডের ওই একাংশ জরাজীর্ণ সড়ক নতুন করে নির্মাণ করা হবে৷ সঙ্গে রাস্তার দু’পাশে ড্রেন নির্মাণ করা হবে৷ ড্রেনের উপর থাকা ফুটপাতে টাইলস বসানো হবে৷ দেওয়া হবে ব্যারিকেডও৷ সঙ্গে ওই ৯০০ মিটারের মধ্যে ৩০টি অত্যাধুনিক আলোকস্তম্ভ বসানো হবে৷ এতে বৈদ্যুতিক তারের সংযোগে মাটির নিচ দিয়ে টানা হবে৷ খুব শীঘ্রই এই ৯০০ মিটার অংশের কাজ শেষ হবে৷ এমনকি মুখ্যমন্ত্রীর হাত দিয়ে গৌরব পথের উদ্বোধন করা হবে বলেও জানা গেছে৷ তবে বাকি সড়কগুলো যথারীতি নির্মাণ হবে৷