Barak Valley
করিমগঞ্জে এপ্রিল মাসের পিএমজিকেওয়াই চাল বরাদ্দ

করিমগঞ্জ : করিমগঞ্জে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে এপ্রিল মাসের পিএমজিকেওয়াই চাল বরাদ্দ করা হয়েছে। এতে এই চাল অন্ত্যোদয় অন্ন যোজনার হিতাধিকারীদের রেশন কার্ড পিছু ৩৫ কেজি এবং প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ডধারীদের মাথা পিছু ৫ কেজি করে বিনামূল্যে বন্টন করতে করিমগঞ্জের খাদ্য ও গণবন্টন বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।