করিমগঞ্জে ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিমের অধীনে যানবাহনের ফিটনেস সার্টিফিকেট রিনিউয়ের সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হল৷

জনসংযোগ, করিমগঞ্জ : রাজ্যের পরিবহণ বিভাগ থেকে ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিমের অধীনে যানবাহনের ফিটনেস সার্টিফিকেট রিনিউয়ের সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে৷ এতে করিমগঞ্জের ভারপ্রাপ্ত জেলা পরিবহণ আধিকারিক জানিয়েছেন, যানবাহনের ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এই স্কিমের অধীনে ৩ চাকার যান দৈনিক ১০টাকা, বাণিজ্যিক ট্রাক্টর দৈনিক ১৫টাকা, চার চাকার যান দৈনিক ২০টাকা এবং ভারী বাণিজ্যিক ও অন্যান্য যানবাহন দৈনিক ২৫টাকা হারে রেহাই যুক্ত লেট ফাইন দিয়ে ফিটনেস সার্টিফিকেট রিনিউয়েল বা পুনর্নবীকরণের ব্যবস্থা দেওয়া হয়েছে৷ এর অধীনে শুধু অনলাইনে www.parivahan.gov.in যোগে আবেদন করে যানবাহন মালিকদের ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সুবিধা গ্রহণের ব্যবস্থা দেওয়া হয়েছে যার সময়সীমা আরও একমাস অর্থাৎ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হল৷