Barak Valley

করিমগঞ্জে কংগ্রেস কর্মীদের মিছিল, জয় শ্রীরাম ধ্বনি

করিমগঞ্জ : সীমান্ত জেলা করিমগঞ্জে বিজেপিকে টেক্কা দিল কংগ্রেস৷ পৌরসভার ২৬ নং ওয়ার্ডের কমিশনার রূপাঞ্জলি দে ও সন্তোষ দে’র উদ্যোগে বের হল শ্রীরামের নামে মিছিল৷ ব্যতিক্রমী এই মিছিলে সৌভ্রাতৃত্বের প্রতীক৷ হিন্দু হিসেবে বের করা মিছিলে শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ স্বপরিবারে উপস্থিত ছিলেন৷

এছাড়াও তিন শতাধিক কংগ্রেস কর্মীর সঙ্গে জয় শ্রীরাম ধ্বনিতে গলা মেলান জনাকয়েক বিজেপি কর্মীও৷ রাম মন্দির নির্মাণ ও প্রতিষ্ঠায় যে কংগ্রেসিরাও খুশি, এই মিছিল তারই বার্তাবাহক৷ ২৬ নং ওয়ার্ডের মিছিল পুরো ওয়ার্ড পরিক্রমা করে৷ এতে মাইকের সঙ্গে ছিল ব্যান্ড ও ঢাক৷ সোমবার প্রতিষ্ঠা হবে রাম মন্দির গর্ভগৃহে নিয়ে যাওয়া হবে রামলালাকে৷ সেই শুভক্ষণের অপেক্ষায় সবাই৷

করিমগঞ্জ পৌরসভার ২৬ নং ওয়ার্ড রয়েছে কংগ্রেসের দখলে৷ ভগবান রামচন্দ্রের ছবি কাঁধে নিয়ে কংগ্রেস ওয়ার্ড কমিশনারের বের করা বর্ণাঢ্য মিছিলে সমাজে সৌভ্রাতৃত্ব এবং মিলনের বার্তা দেবে৷ তাপস পুরকায়স্থ জানান, পৌর কমিশনার সহ ওয়ার্ড কমিশনার সহ ওয়ার্ডের কংগ্রেস কর্মীরা মিছিলে শামিল ছিলেন৷ বলেন, শ্রীরাম কারও একার নয়৷ তিনি সবার রাম৷ আর এজন্যই মন্দির প্রতিষ্ঠাকে স্বাগত জানিয়ে এই মিছিল বের করা হয়৷

Show More

Related Articles

Back to top button