Barak Valley

করিমগঞ্জে কোর্ট ফি-র আকাল, জেলাশাসকের হস্তক্ষেপ কামনা

করিমগঞ্জ : করিমগঞ্জে কোর্ট ফি-র আকাল দেখা দিয়েছে৷ কোনো ভেন্ডরের কাছে কোর্ট ফি পাওয়া যাচ্ছে না৷ যার ফলে মহুরি থেকে উকিল সবাই মহাবিপদে পড়েছেন৷ কারণ, কোর্ট ফি ছাড়া কোনো আবেদন কিংবা চালান আদালতে জমা দেওয়া সম্ভব হচ্ছে না৷ কোর্ট ফি-র আকালের বিষয়ে এক ভেন্ডরকে জিজ্ঞেস করলে জানা যায়, বিগত সপ্তাহে ট্রেজারিতে কোন চালান জমা দেওয়া সম্ভব হয় নি৷ কারণ, অনলাইন সিস্টেমের সমস্যার জন্য ভেন্ডররা চালান কাটতে পারেননি৷ যার ফলে করিমগঞ্জের উভয় আদালতের কাজকর্মে যথেষ্ট অসুবিধার সৃষ্টি হচ্ছে৷ কারণ কোর্ট ফি-র সবচেয়ে বেশি প্রয়োজন আদালতে৷ বর্তমানে ফৌজদারি আদালতের সার্টিফাই ব্রাঞ্চে অনেক দরখাস্ত ঝুলে রয়েছে৷ একমাত্র কোর্ট ফি-র জন্য৷ কারণ কপি ব্রাঞ্চে এস্টিমেট অনুসারে কোর্ট ফি জমা না দিলে সার্টিফাই বা নকল কপি সংগ্রহ করা মোটেই সম্ভব নয়৷ এদিকে দু’টি আইনজীবি বারের মুহুরিরাও মহা মুশকিলে পড়েছেন৷ রীতিমতো অচলাবস্থার সৃষ্টি হয়েছে৷ জেলা আয়ুক্তকে এ বিষয়ে হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে৷

Show More

Related Articles

Back to top button