করিমগঞ্জে গ্রেফতার ডিটিও, এনফোর্সমেন্ট কনস্টেবল
দুর্নীতি দমন শাখার সাঁড়াশি অভিযান
করিমগঞ্জ : রাজ্যের দুর্নীতি দমন শাখার সাঁড়াশি অভিযান ও দীর্ঘক্ষণ জেরার ভিত্তিতে বুধবার রাতে গ্রেফতার হলেন করিমগঞ্জ জেলা পরিবহণ আধিকারিক সাহাবুদ্দিন তাপাদার৷ একইসঙ্গে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গ্রেফতার হয়েছেন কার্যালয়ের এনফোর্সমেন্ট বিভাগের কনস্টেবল আবু সালেহ জাকারিয়া৷ একটি সূত্রে জানা গেছে জাকারিয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী কংগ্রেস নেতা আবু সালেহ নজমুদ্দিনের ভাই৷ অভিযোগের ভিত্তিতে দীর্ঘ জেরার পর রাত ১০:৩০টা নাগাদ পুলিশ এদের গ্রেফতার করে সদর থানায় নিয়ে গেছে৷
পুলিশ সূত্রে জানা গেছে, এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় আবু সালেহ জাকারিয়াকে হাতেনাতে পাকড়াও করা হয়েছে৷ এ দিকে, নিজে সীমাহীন দুর্নীতিতে লিপ্ত থাকার পাশাপাশি জাকারিয়াকে কাজে লাগিয়ে দুর্নীতির বাণিজ্য চালানোর অভিযোগে দীর্ঘ জেরার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সাহাবুদ্দিন তাপাদারকে৷ কার্যালয়ে জেরা করার পাশাপাশি এই ২ কর্মী ও আধিকারিকের করিমগঞ্জের বাড়িতেও হানা দেয় দুর্নীতি দমন শাখার ১২ সদস্যের দলটি৷ তবে বাড়িতে কিছুই পাওয়া যায়নি বলে জানিয়েছে সূত্রটি৷
প্রসঙ্গত DTO কার্যালয়ের কর্মীদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ রয়েছে জেলাজুড়ে৷ কার্যালয়ের MVI-র বিরুদ্ধেও উৎকোচ ছাড়া কাজ না করার অভিযোগ রয়েছে৷ অভিযোগ মতে MVI নিজ হাতে টাকা না নিয়ে ড্রয়ার খুলে দেন৷ ড্রয়ারে টাকা রাখলেই নির্দিষ্ট মানুষের কাজ রাতারাতি হয়ে যায়৷ দুর্নীতি দমন শাখার এদিনের হানায় অভিযোগের ভিত্তি রয়ছে বলেই মনে করছেন ঘটনা দেখতে আসা উৎসুক জনতা৷