করিমগঞ্জে চক্ষু পরীক্ষা শিবির ১৫ মছ
করিমগঞ্জ : করিমগঞ্জ শ্রীশ্রী রাধা মদনমোহন জিউর মন্দির কমিটি ও ইআরসি চক্ষু চিকিৎসালয় কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় ১৫মে মদনমোহন জিউর মন্দির প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে৷
মদনমোহন জিউর মন্দির কমিটির সম্পাদক গৌতম দাস জানান, ১৫মে সকাল ১১টা থেকে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে৷ শিবিরে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চক্ষু পরীক্ষা করবেন৷ শিবিরে রোগীদের চক্ষু পরীক্ষার পর চশমা প্রয়োজন হলে রেহাই মূল্যে চশমা প্রদান করা হবে৷ চোখের ছানি পরা রোগীদের সুলভ মূল্যে অস্ত্রোপচার ও লেন্স বসানোর সূবিধা প্রদান করা হবে৷ গৌতম দাস জানান, মন্দির কমিটি নিয়মিত স্বাস্থ্য শিবির ও সমাজসেবা মূলক কাজের উদ্যোগ নিয়ে থাকে৷
ERC চক্ষু চিকিৎসালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ওই চক্ষু পরীক্ষা শিবিরে জনসাধারণকে অংশগ্রহণ করার জন্য তিনি আবেদন জানিয়েছেন৷ বিনামূল্যে চক্ষু পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়েছে৷ রোগীরা মদনমোহন জিউর মন্দির কমিটির সম্পাদকের সঙ্গে যোগাযোগ করতে পারেন নিজেদের নাম নথিভুক্ত করার জন্য৷