করিমগঞ্জে জমে উঠেছে নেতাজি মেলা, পরীক্ষার মরশুমে শব্দদূষণে কড়া নজর
করিমগঞ্জ : করিমগঞ্জে জমে উঠেছে নেতাজি মেলা৷ প্রতিদিন অসংখ্য মানুষ মেলা প্রাঙ্গণে ভিড় করছেন৷ করিমগঞ্জ পৌরবোর্ডের তরফে আয়োজিত এবারের নেতাজি মেলায় জুয়ার আসর বন্ধের পাশাপাশি পরীক্ষার মরসুমে শব্দদূষণের প্রতি বিশেষ নজর দিয়েছেন মেলা কমিটির কর্মকর্তারা৷ প্রথমবার নেতাজি মেলা ও প্রদর্শনীতে প্রাক্তন পৌরপতিদের শ্রদ্ধা জানানো হয়েছে৷ গত ২৩ জানুয়ারি ৪৫তম নেতাজি মেলার উদ্বোধন করেন রাজ্যের আবগারি ও পরিবহণ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পৌরপতি রবীন্দ্র দেব, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, ASTC chairman মিশন রঞ্জন দাস, উপ-পৌরপতি সুখেন্দু দাস সহ অন্যরা৷ পৌর কমিশনার বিক্রম দাসকে এবার মেলা কমিটির সম্পাদকের দায়িত্ব প্রদান করে প্রথমেই ভিন্ন বার্তা দিয়েছেন পৌরপতি রবীন্দ্র দেব৷ তবে এবার বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ দলীয় শীর্ষ নেতারা প্রথমেই জানিয়ে দেন, নেতাজি মেলায় থাকবে না রকির স্টল, কিংবা কোনও জুয়ার আসর৷ জেলার মানুষ মেলা উপভোগে এসে যাতে হেনস্তার মুখে না পড়েন সেজন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়৷ মেলা কমিটির সম্পাদক বিক্রম দাস নিজে সবকিছু তদারকি করে যাচ্ছেন৷ সশরীরে উপস্থিত থাকছেন পৌরপতি রবীন্দ্র দেব ও উপ-পৌরপতি সুখেন্দু দাস৷ মেলায় কঁচিকাচা শিশু থেকে আবাল-ব্দ্ধ বনিতা ভিড় করেছেন৷ এবারের মেলায় মহিলাদের রকমারি সাজসজ্জা থেকে ব্যাগের দোকান, শিশুদের জন্য বিভিন্ন খেলনা, প্লাস্টিকের বাঁশি, বন্দুক, হেলিকপ্টার, গাড়ি ছাড়াও রয়েছে বেলুন৷ তাছাড়া নানা স্বাদের আচারের স্টলে ভিড় করেছেন গ্রাহকরা৷ শান্তি-শৃঙ্খলায় মেলার দায়িত্বে থাকা পৌর কমিশনার বিক্রম দাস সহ অন্য পৌর কমিশনাররা প্রায় প্রতিদিনই মেলায় উপস্থিত থাকছেন৷ মাত্রাতিরক্ত শব্দে যাতে পরীক্ষার মরশুমে যাতে অসুবিধা না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে এবারের নেতাজি মেলায়৷