করিমগঞ্জে জরুরি বৈঠক বিজেপির জাতীয় সম্পাদক ক্যাপ্টেন অভিমন্যুর
করিমগঞ্জ : লোকসভা নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে করিমগঞ্জে বিজেপির তৎপরতা বেড়েছে লক্ষণীয়ভাবে৷ করিমগঞ্জ লোকসভা আসনে এবার কঠিন লড়াইয়ের সম্মুখীন বিজেপি৷ প্রায় দু’লক্ষ মুসলিম ভোট বেশি থাকায় বিজেপি চিন্তিত৷ যদিও এবার সংখ্যালঘু ভোটের একটা বৃহৎ অংশ বিজেপির অনুকূলে আসার সম্ভাবনা৷ এমনটা হলে লড়াই অনেকটাই সহজ হবে বলে ধারণা৷
এদিকে, করিমগঞ্জ আসন পুনর্দখলে মরিয়া বিজেপি নেতৃত্ব৷ শুক্রবার নির্বাচন উপলক্ষে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার নির্বাচন কমিটির কার্যকর্তাদের নিয়ে এক বৈঠকে বসেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক তথা হরিয়ানার প্রাক্তন মন্ত্রী ক্যাপ্টেন অভিমন্যু৷ করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার পদাধিকারীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় চন্দন হোটেলে৷
শুক্রবার বিকেল ৪:৩০টায় অনুষ্ঠিত এই সাংগঠনিক বৈঠকে নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ক্যাপ্টেন অভিমন্যু৷ করিমগঞ্জে আসনে দলীয় প্রার্থী কৃপানাথ মালার জয় অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন৷ সভায় নির্বাচনি রণ কৌশল নিয়ে আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৪০০+ লক্ষ্য পূরণে সকলের সহযোগিতা চান তিনি৷
এদিন করিমগঞ্জ পৌঁছার পর উত্তরীয় পরিয়ে দলের রাষ্ট্রীয় সম্পাদক ক্যাপ্টেন অভিমন্যুকে স্বাগত জানালেন করিমগঞ্জ জেলা বিজেপির সভপতি সুব্রত ভট্টাচার্য৷ সভায় লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা করেন করিমগঞ্জের প্রভারী প্রদেশ বিজেপির সম্পাদক কণাদ পুরকায়স্থ, হাইলাকান্দি জেলা বিজেপির সভপতি স্বপন ভট্টাচার্য প্রমুখ৷ উল্লেখ্য, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিঙেরও করিমগঞ্জ আসার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে৷
এদিকে, জেলা বিজেপির সভপতি সুব্রত ভট্টাচার্য জানিয়েছেন, করিমগঞ্জ লোকসভা আসনে দলীয় তরফে জোরদার প্রচার অভিযান চলছে৷ দলের জেলা মণ্ডল, বুথ কমিটি, যুব মোর্চা, মহিলা মোর্চা, সহ বিভিন্ন মোর্চা দিনরাত প্রার্থীর হয়ে মাঠে কাজ করছেন৷ এবার বিজেপির তরফে নির্বাচনের প্রচারে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে৷ সরকারের কাজের খতিয়ান মানুষের সামনে তুলে ধরে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে ভোটদানের আবেদন জানানো হচ্ছে৷ তিনি বলেন, সর্বস্তরের মানুষের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে৷ সবাই মোদি সরকারের গুণগান করছেন৷ বলেন, কেন্দ্রে ফের মোদি সরকার নিশ্চিত৷ আর করিমগঞ্জ থেকে দলীয় প্রার্থী কৃপানাথ মালা ২য় বারের মতো সাংসদ নির্বাচিত হওয়ার সময়ের অপেক্ষা মাত্র৷