Barak Valley

করিমগঞ্জে জল সম্পদ বিভাগের কন্ট্রোল রুম

জনসংযোগ, করিমগঞ্জ : আসন্ন বন্যার মরশুমে করিমগঞ্জে জরুরিকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানের জন্য একটি ফ্লাড সেল ও কন্ট্রোলরুম চালু করা হয়েছে। জলসম্পদ বিভাগের উত্তর করিমগঞ্জ সাবডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকারের কার্যালয়ে এই কন্ট্রোল রুম কার্যকর করা হয়েছে।

কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ৯১০১৭৩০৪১৫। এছাড়া ওই কন্ট্রোলরুমের অফিসার ইনচার্জের ফোন নম্বর ৮৭৬১৯৫৫৫২৭ এবং সহকারী ইনচার্জের টেলিফোন নম্বর ৮৭২১৯১২৫০৪।

প্রতিকূল বন্যা পরিস্থিতিতে জনগণ, ব্যক্তি ও দায়িত্বশীল নাগরিকদের ওই সেল সুষ্ঠুভাবে কার্যকর রাখতে সহায়তার হাত বাড়িয়ে দিতে জল সম্পদ বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার অনুরোধ জানিয়েছেন।

পাশাপাশি জরুরিকালীন পরিস্থিতিতে জল সম্পদ বিভাগের পরিকাঠামোগুলোর সুরক্ষা সংক্রান্ত তথ্য ওই কন্ট্রোলরুমে জানাতে কার্যনির্বাহী বাস্তুকার সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ২৪ ঘণ্টা কার্যকর সংবলিত ওই কন্ট্রোল রুম ১ মে চালু হয়েছে এবং ৩১ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

Show More

Related Articles

Back to top button