Barak Valley

করিমগঞ্জে জাতীয় কন্যা শিশু সপ্তাহ উদযাপিত

করিমগঞ্জ : করিমগঞ্জের District Hub for Empowerment of Women-র অধীনে बेटी बचाओ बेटी पढ़ाओ-র অধীনে ১৮-২৪ জানুয়ারি জাতীয় কন্যা শিশু সপ্তাহ উদযাপন করা হয়েছে৷ ১৯ জানুয়ারি মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের আওতাধীন সমস্ত কর্মকর্তারা बेटी बचाओ बेटी पढ़ाओ-র শপথ গ্রহণ করেন এবং শিশুদের সাথে কিছু বিনোদনমূলক কার্যক্রমও পরিচালনা করেন৷ এতে ৫৩ নং গর্দারাশি এলপি স্কুলে উত্তর করিমগঞ্জ ICDS প্রকল্পের অধীনে জাতীয় কন্যা শিশু দিবসে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে করিমগঞ্জের মহিলা ও শিশু কল্যাণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ADC, স্কুলের প্রধান শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী, উত্তর করিমগঞ্জ ICDS প্রকল্পের Sector Superviser, আশা, জীবিকা সখী, গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মা, কিশোরী মেয়ে, মেয়ে শিশু, DHEW কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ ADC (W& CD) মেয়ে শিশুর জন্য এবং গর্ভবতী মহিলাদের জন্য এবং স্তন্যদানকারী মায়ের জন্য পুষ্টি কীভাবে গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করেন৷ DSWO পোষন, পুষ্টি, बेटी बचाओ बेटी पढ़ाओ- উদ্দেশ্য সম্পর্কে কথা বলেন এবং সমস্ত মেয়ে শিশুকে শিক্ষা সম্পর্কে উৎসাহিত করেন৷ এতে Drop Out সমস্যা, ঋতুকালীন স্বাস্থ্যবিধি, সুকন্যা সমৃদ্ধি যোজনা, কীভাবে Sakhi One Stop Centre একজন বঞ্চিত মহিলাদের জন্য কাজ করছে, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার সুবিধা নিয়ে সবাইকে অবগত করা হয়৷ জাতীয় কন্যা শিশু দিবসের মূল উদ্দেশ্য পুষ্টি ও রক্তশূন্যতা মুক্ত ভারত৷ পাশাপাশি, মেয়ে শিশুকে বাঁচানো এবং মেয়ে শিশুকে শিক্ষিত করা৷

Show More

Related Articles

Back to top button