Barak Valley

করিমগঞ্জে জাতীয় কৃমিনাশক দিবস পালিত

জনসংযোগ, করিমগঞ্জ : সোমবার করিমগঞ্জ শহরের সুভাষ নগরস্থিত ১৮৮ নম্বর (১৫বি) অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জাতীয় কৃমিনাশক দিবস পালন করা হয়েছে। করিমগঞ্জের অতিরিক্ত মুখ্য চিকিত্‍সা ও স্বাস্থ্য আধিকারিক (পরিবার কল্যাণ) ড. মতিন্দ্র সূত্রধর এনএইচএমের ডিপিএম হানিফ মোহাম্মদ কৌশর আলম, ডিএমই সুমন চৌধুরী, এবং আরএমএনসিএইচ কাউন্সিলর রুহুল আলম মজুমদার সহ এএনএম, আশা এবং অঙ্গওয়াড়ি কর্মীদের উপস্থিতিতে জাতীয় কৃমি নাশক দিবসে উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য যে জাতীয় কৃমি নাশক দিবসের উদ্দেশ্য হল ১ থেকে ১৯ বছর বয়সী সকল শিশুকে অ্যালবেন্ডাজল ট্যাবলেট খাওয়ানো। ন্যাশনাল ডিওয়ার্মিং ডে ২৬ শে অক্টোবর পর্যন্ত চলবে। এতে স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, গ্রাম্য স্বাস্থ্য ও পুষ্টি দিবস ইত্যাদির মাধ্যমে শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবেন। শিশুদের মা ও যত্নশীলদের উদ্দেশে ডাঃ সূত্রধর স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার ওপর জোর দেন। তিনি জানান যে প্রতি ছয় মাসে কৃমিনাশক প্রয়োজন। কৃমির উপদ্রব শিশুদের পুষ্টির অবস্থা এবং শিক্ষা ও জীবনযাত্রার মানকে ব্যাহত করে। ডোজ সম্পর্কে জানাতে গিয়ে তিনি জানান যে আলবেন্ডাজোলের ডোজ হল ১-২ বছরের শিশুদের জন্য অর্ধেক ট্যাবলেট। দুই বছরের বেশি বয়সী শিশুরা সম্পূর্ণ ট্যাবলেট খেতে পারে।

Show More

Related Articles

Back to top button