BARAK VALLEY
করিমগঞ্জে জাতীয় চিকিৎসক দিবস পালন

করিমগঞ্জ : করিমগঞ্জে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হল৷ হিন্দুস্থান ক্লাবের মহিলা শাখার ব্যবস্থাপনায় শনিবার রামকৃষ্ণ মিশনে প্রাঙ্গণে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়৷ এ উপলক্ষে এদিন রামকৃষ্ণ মিশনের কনফারেন্স হলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সাংস্কৃতিক অনুষ্ঠানে করিমগঞ্জে বিভিন্ন শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন৷ এদিন রামকৃষ্ণ মিশনের প্রধান মহারাজ স্বামী প্রভাসানন্দজি মহারাজের পৌরোহিত্যে সংবর্ধনা সভার আয়োজন করা হয়৷ জাতীয় চিকিৎসক দিবস নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন মহারাজ৷ হিন্দুস্থান ক্লাব থেকে প্রায় ২০ জন চিকিৎসককে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়৷ উপস্থিত ডাঃ অরুণাভ চৌধুরী, ডাঃ দেবতোষ পাল ও অন্যান্যদের উত্তরীয় ও মানপত্র তুলে দেওয়া হয়৷ উপস্থিত ছিলেন রাজন দত্ত, উত্তম দাস, নেপাল রায়, টুটন দত্ত, প্রবাল সেন, অভিজিৎ দেব প্রমুখ৷