করিমগঞ্জে জিআইএস অ্যাসিস্ট্যান্ট বাছাই, ১২ জানুয়ারি ‘ওয়াক ইন ইন্টারভিউ’
করিমগঞ্জ : করিমগঞ্জে মিশন বসুন্ধরা ৩.০-এর অধীনে পাঁচজন জিআইএস অ্যাসিস্ট্যান্ট বাছাই করতে আগামী ১২ জানুয়ারি, শুক্রবার সকাল ১০টায় জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে এনআরসি ভবনে ‘ওয়াক ইন ইন্টারভিউ’ অনুষ্ঠিত হবে। এই পদের জন্য ইচ্ছুক ভারতীয় নাগরিক প্রার্থী যাঁদের প্রয়োজনীয় যোগ্যতা ইত্যাদি রয়েছে তাঁদের ১২ জানুয়ারি সকাল ১০টায় সিলেকশন কমিটির সামনে উপস্থিত হতে বলা হয়েছে।
এতে প্রার্থীদের নির্দিষ্ট মাসিক পারিশ্রমিক ২৫ হাজার টাকা করে প্রদান করা হবে। এই পদের জন্য প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা ভূগোল, ভূতত্ত্ববিদ্যা, অঙ্ক, জিও-ইনফরমেটিক্স, পদার্থবিদ্যা, কম্পিউটার সাইন্সে স্নাতক ডিগ্রি অথবা জিআইএস ও রিমোট সেন্সিং বা জিও-ইনফরমেটিক্স ক্ষেত্রে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে অথবা জিআইএস ও রিমোট সেন্সিং বা জিও-ইনফরমেটিক্সে এমটেক বা এমএসসি, ভূগোল ভূতত্ত্ববিদ্যা অঙ্ক, পরিবেশ বিজ্ঞান, জিও ইনফরমেটিক্স সহ যে কোনও একটি বিষয়ে এমসিএ, এমএ বা এমএসসি অথবা জিআইএস রিমোট সেন্সিং বা জিও ইনফরমেটিক্সে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীদের বয়স ২০২৩ সালের ১ জানুয়ারি ২১-এর উর্ধ্বে এবং ৪৫ বছরের মধ্যে হতে হবে। বিস্তারিত বিবরণ করিমগঞ্জের জেলাশাসকের কার্যালয়ে নোটিশ বোর্ড ও অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।