Barak Valley

করিমগঞ্জে জুলাই মাসের সরকারি চাল বরাদ্দ

জনসংযোগ, করিমগঞ্জ, ১ জুন : করিমগঞ্জ জেলায় জুলাই মাসের জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীন চাল বরাদ্দ করা হয়েছে। করিমগঞ্জের খাদ্য ও অসামরিক সরবরাহ ও উপভোক্তা বিষয়ক বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই চাল অন্ত্যোদয় অন্ন যোজনার সুবিধাভোগীদের কার্ড-পিছু ৩৫ কেজি এবং প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ডধারীদের মাথাপিছু ৫ কেজি করে বিনামূল্যে বণ্টনের জন্য বরাদ্দ করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, করিমগঞ্জ জেলার খাদ্য সুরক্ষা যোজনার সব ট্রান্সপোর্টারদের নির্ধারিত পরিমাণের চাল সংশ্লিষ্ট ভারতীয় খাদ্য নিগমের গুদাম থেকে আগামী ২০ জুনের মধ্যে সংগ্রহ করে সব গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতি ও হোলসেল কো-অপারেটিভ সোসাইটির কাছে পৌঁছে দিতে হবে। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতি ও হোলসেল কো-অপারেটিভ সোসাইটির সচিবদের এই চাল ট্রান্সপোর্টারদের কাছ থেকে সমঝে নিতে এবং জুলাই মাসের শেষ তারিখের মধ্যে প্রত্যেক সুবিধা-প্রাপকদের বিনামূল্যে বণ্টেনের ব্যবস্থারও নির্দেশ দিয়েছেন করিমগঞ্জের খাদ্য ও অসামরিক সরবরাহ ও উপভোক্তা কর্তৃপক্ষ।

Show More

Related Articles

Back to top button