SportsBarak Valley
করিমগঞ্জে জেলা ভিত্তিক খেল মহারণের প্রতিযোগিতা ১২-১৩ জানুয়ারি
করিমগঞ্জ : করিমগঞ্জে খেল মহারণ ২০২৩-২৩-র জেলা ভিত্তিক প্রতিযোগিতা আগামী ১২ ও ১৩ জানুয়ারি শহরের ৩টি খেলার মাঠে অনুষ্ঠিত হবে৷ করিমগঞ্জের জেলাশাসক তথা খেল মহারণের জেলা পর্যায়ের কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, আগামী ১২ জানুয়ারি, সোমবার সকাল ১০টায় করিমগঞ্জ শহরের জেলা ক্রীড়া সংস্থার মাঠে জেলা ভিত্তিক খেল মহারণ প্রতিযোগিতার উদ্বোধন করা হবে৷ ১২ ও ১৩ জানুয়ারি প্রতিদিন সকাল ৮টা থেকে জেলা ক্রীড়া সংস্থার মাঠে অ্যাথলেটিক, কবাডি ও খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷ পাশাপাশি, ওই দিনগুলিতে একই সময়ে নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷ জেলা ভিত্তিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ১৩ জানুয়ারি, সন্ধ্যা ৫টায় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে অনুষ্ঠিত হবে৷