Barak Valley
করিমগঞ্জে জেলা স্তরের খেল মহারণ
করিমগঞ্জ : খেল মহারণের করিমগঞ্জ জেলা ভিত্তিক আয়োজন শুরু হয়েছে আজ৷ সরকারি স্কুলের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে মশাল প্রজ্জ্বলন করা হয়৷ দু’দিনের আসর কালই শেষ হয়ে যাবে৷ কাল সন্ধ্যায় রয়েছে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান৷ সরকারি স্কুলের মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব, ASTC-র chairman মিশন রঞ্জন দাস, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যরা৷ সবাই উপস্থিত ছিলেন করিমগঞ্জ .DSA-র সভাপতি অমলেশ চৌধুরী, KDB-র Chairman দেবব্রত সাহা, পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র দেব প্রমুখ৷