করিমগঞ্জে ডিম ব্যবসায়ীর বাড়ি ও প্রতিষ্ঠানে আয়কর হানা
করিমগঞ্জ : নির্বাচন শেষ হওয়ার ৫ দিনের মধ্যেই করিমগঞ্জে আব্দুল মতিন নামে এক ডিম ব্যবসায়ীর বাড়িতে আয়কর বিভাগ হানা দিয়েছে৷ বৃহস্পতিবার গুয়াহাটি থেকে ৫ জনের একটি দল একযোগে ওই ব্যবসায়ীর বাড়ি ও দোকানে হানা দেয়৷ যাওয়ার পথে মোটা অঙ্কের টাকা সহ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করে নিয়ে গেছে আয়কর বাহিনী৷ ঘটনাটি ঘটেছে কানিশাইল এলাকার আব্দুল মতিনের ব্যবসা প্রতিষ্ঠানে৷
দীর্ঘ বছর ধরে ডিমের ব্যবসা করে আসছেন আব্দুল মতিন৷ সম্প্রতি একটি রাজনৈতিক দলের হয়ে খাটাখাটুনি করেছেন তিনি৷ আর নির্বাচন শেষ হওয়ার পরই তাঁর বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে আয়কর বাহিনী হানা দিল৷ জানা গেছে, এদিন গুয়াহাটি থেকে ৫ জনের এক প্রতিনিধি দল একযোগে মতিনের বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালায়৷ আয়কর বিভাগ প্রায় ৫ ঘন্টা একটানা অভিযান চালিয়ে মোটা অঙ্কের নগদ অর্থ ও কিছু নথিপত্র বাজেয়াপ্ত করে নিয়ে গেছে বলে জানা গেছে৷