করিমগঞ্জে তফশিলিদের এককালীন বিশেষ সহায়তার দরখাস্ত আহ্বান
করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার তফশিলি জাতিভুক্ত যোগ্য প্রার্থীদের এককালীন বিশেষ সহায়তা প্রদান করতে দরখাস্ত আহ্বান করা হয়েছে৷ করিমগঞ্জের ভারপ্রাপ্ত মহকুমা কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জেলার তফশিলি জাতিদের কল্যাণে ২০২৩-২৪ সালের এককালীন বিশেষ সহায়তা হিসেবে আনুষাঙ্গিক সরঞ্জাম সহ একটি ৪৩ ইঞ্চি সাইজের স্মার্টটিভি সেট সহ চেয়ার ও টেবিল প্রদান করা হবে৷
ওই সহায়তা পাওয়ার জন্য তফশিলি জাতি যোগ্য প্রার্থীদের নির্ধারিত প্রপত্রে ২৩ ফেব্রুয়ারি, শুক্রবার বিকেল ৫টার মধ্যে দরখাস্ত করিমগঞ্জের মহকুমা কল্যাণ আধিকারিকের কার্যালয়ে জমা দিতে হবে৷ তারপর আর কোন দরখাস্ত গ্রহণ করা হবে না৷ দরখাস্তের সঙ্গে আবেদনকারীর সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রদান করা জাতির প্রমাণপত্র ও ভোটার কার্ডের একটি কপি জমা দিতে হবে৷ দরখাস্তের নির্ধারিত ফর্ম ১৯ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৫ দিন সব কর্ম দিবসে মহকুমা কল্যাণ আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে৷ পাশাপাশি বিস্তারিত বিবরণ ওই কার্যালয়ে পাওয়া যাবে৷