Barak Valley
করিমগঞ্জে দুর্ঘটনায় মৃতের দুই পরিবারকে সরকারি চেক প্রদান বিধায়ক কমলাক্ষের

করিমগঞ্জ : সড়ক দুর্ঘটনায় মৃতের দুই পরিবারকে ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকার প্রদত্ত দু-লক্ষ টাকার চেক তুলে দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।
আজ শুক্রবার সকালে আকবরপুর গ্ৰাম পঞ্চায়েত (জিপি)-এর সারংদেওপুর গ্রামে গিয়ে সাত মাস আগে প্রসারপুরে বাইক দুর্ঘটনায় নিহত খলিলুর রহমান নামের ব্যক্তির স্ত্রী আফতারুন নেসা এবং কাছাড় জেলার কাটিগড়ায় সড়ক দুৰ্ঘটনায় করিমগঞ্জের ভাটগ্রাম গ্রামের প্ৰয়াত তৌহিদ আহমেদের বাবা ফুরকান উদ্দিনের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনার পর সরকারিভাবে আর্থিক অনুদানের দাবি উঠলে এগিয়ে আসেন বিধায়ক। শুক্রবার সে অনুযায়ী নিহতের পরিবারের হাতে চেক তুলে দেন রাজ্য সরকার প্রদত্ত দু লক্ষ টাকার চেক।