করিমগঞ্জে নগর কীর্তনের মাধ্যমে শোভাযাত্রা বিশ্ব হিন্দু পরিষদের
করিমগঞ্জ : অযোধ্যায় রাম মন্দিরে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সারা দেশে এক আনন্দমুখর পরিবেশ৷ পিছিয়ে নেই সীমান্ত শহর করিমগঞ্জও৷ করিমগঞ্জ জেলার বিশ্ব হিন্দু পরিষদ মন্দির উদ্বোধনের প্রাক মুহূর্তে নানা কর্মসূচি হাতে নিয়েছে৷ এরই অঙ্গ হিসেবে শনিবার বিশ্ব হিন্দু পরিষদের ডাকে ভব্য নগর কীর্তনের মাধ্যমে এক শোভাযাত্রা বের করা হয়৷ এই ভব্য কর্মসূচি শুরু হয় উত্তর কর্মকুঞ্জ প্রখণ্ডের গান্ধাই জিপির চান্দখানি থেকে ব্রাহ্মণশাসন জিপির লাঠিঘাট নয়াগ্রাম হয়ে মদনপুর চা বাগান পর্যন্ত৷
এই ভব্য কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত সংগঠনমন্ত্রী পূর্ণ চন্দ্র মন্ডল, দক্ষিণ পূর্ব প্রান্ত উপ-সভাপতি বিজিত দাস, প্রান্ত সম্পাদক সমীর দাস, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য৷ নগর কীর্তন পরিচালনার দায়িত্বে ছিলেন অভিষেক চক্রবর্তী, জেলা সহ সম্পাদক দীপক চক্রবর্তী, প্রখন্ড সভাপতি ও সম্পাদক কানাই গোয়ালা, প্রখণ্ড দুর্গা বাহিনীর সংযোজিকা শিলা চৌহান সহ অন্যরা৷