করিমগঞ্জে নেতাজিকে শ্রদ্ধাঞ্জলি
করিমগঞ্জ : স্বাধীনতা যুদ্ধের আপোষহীন সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উৎসাহ-উদ্দীপনায় পালিত হল করিমগঞ্জে৷ মঙ্গলবার সকালে বিভিন্ন সংস্থা সংগঠনের তরফে নেতাজিকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়৷ শহরের ভেতরে থাকা পেট্রোল পাম্প সংলগ্ন নেতাজি সুভাষের মর্মর মূর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়৷
গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা, নৃত্যশ্রী কলানিকেতন, করিমগঞ্জ পৌরসভা, শৈলজা বিশ্বাস মণিমুক্তা বিদ্যামন্দির, সন্ধানী সংঘ, নেতাজি বিদ্যামন্দির স্কুল, অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের তরফে শ্রদ্ধা জানানো হয়৷ মহানায়ক বীরযোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানান অগুণিত মানুষ৷ পৌরসভার পক্ষে শ্রদ্ধা জানান পৌরপতি রবীন্দ্র দেব, উপ-পৌরপতি সুখেন্দু দাস, শ্যামল চক্রবর্তী, এগজিকিউটিভ অফিসার রূপক দেব, পৌরসভার জনাকয়েক কমিশনার ও স্টাফ৷ পৌরসভা কার্যালয় থেকে এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে যাওয়া হয় নেতাজি মূর্তির পাদদেশে৷
এদিন জেলা শহরের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সন্ধানী সংঘ’ বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে চরবাজার থেকে শহর পরিক্রমা করে নেতাজির মর্মর মূর্তিতে শ্রদ্ধা জানান সংঘের পক্ষে রাখাল রায় সহ অন্যরা৷ করিমগঞ্জের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শৈলজা বিশ্বাস মণিমুক্তা বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীদের নানা অনুষ্ঠানের পর নেতাজিকে শ্রদ্ধা জানান বিদ্যামন্দিরের প্রধান শিবানী বিশ্বাস সহ ছাত্রছাত্রীরা৷
AIDSO-র পক্ষে নেতাজিকে শ্রদ্ধা জানান সুজিত পাল৷ এছাড়া লায়ন্স ক্লাবের পক্ষে সভাপতি গৌতম দেবরায় ও ক্লাবের অন্য সদস্যরা শ্রদ্ধা জানান৷ ভারত বিকাশ পরিষদের সভাপতি নিখিল রঞ্জন দাস, সম্পাদক নন্দকিশোর বণিক সহ প্রেস ক্লাব করিমগঞ্জের পক্ষে অরূপ রায়, বরাক উপত্যকা প্রগতিশীল শ্রমিক নির্মাণ কমিটি প্রভৃতি সংগঠনের তরফে শ্রদ্ধা জানানো হয়৷ ছোট শিশুদের নেতাজির সাজ সবার নজর কেড়েছে৷ এদিন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ব্যায়ামও প্রদর্শন করা হয়৷